চাঁদপুরে করোনায় ও উপসর্গে দু’জনের মৃত্যু ॥ নতুন শনাক্ত ৫১


চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরো একজন মারা গেছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার তিন ঘণ্টার মাথায় একজন মারা গেছেন। নতুন এই মৃত্যু নিয়ে চাঁদপুর জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হচ্ছে ৯৩ জন। এর মধ্যে সদর উপজেলায়ই ৩২ জন।
গতকাল মঙ্গলবার রাতে প্রাপ্ত তথ্যসূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় গত দুদিনে নতুন করে আরো ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ৫১ জনের মধ্যে সদর উপজেলায় ২৮ জন। এদের মধ্যে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক এলাকায় একই পরিবারের রয়েছেন চারজন। নতুন করে শনাক্ত হওয়া ৫১ জনসহ এ পর্যন্ত চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩১৪৮ জন।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এবং জেলা সদর হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল থেকে জানা যায়, সোমবার ও গতকাল মঙ্গলবার এই দু’দিনে চাঁদপুর জেলায় ৩১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের। উপজেলাভিত্তিক এই সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ২৮, মতলব দক্ষিণ ৩, মতলব উত্তর ২, ফরিদগঞ্জ ৫, হাজীগঞ্জ ৫, শাহরাস্তি ৪, হাইমচর ৩ ও কচুয়ায় ১ জন।
করোনায় আক্রান্ত হয়ে গতকাল যে একজন মারা গেছেন তার নাম হচ্ছে রহিমা বেগম। বয়স ৬৫, গ্রাম সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে। ডাঃ রুবেল জানান, রহিমা বেগম সোমবার বেলা ১১টার দিকে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরে তার নমুনা সংগ্রহ করা হয়। সেদিন রাতে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। ভোর ৪টার দিকে তিনি মারা যান। পরে তার আত্মীয়স্বজনরা এসে লাশ বাড়িতে নিয়ে যান।
এছাড়া গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের সময় চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন ইউছুফ ভূঁইয়া (৭০)। তার বাড়ি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া গ্রামে। তিনি প্রচ- শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তি হওয়ার তিন ঘণ্টার মাথায় রাত সাড়ে নয়টায় তিনি মারা যান।