• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো পবিত্র শবেবরাত

প্রকাশ:  ৩১ মার্চ ২০২১, ০৮:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো মুসলিম সম্প্রদায়ের কাছে সৌভাগ্যের রজনী হিসেবে পরিচিত পবিত্র শবে বরাত। সোমবার দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, মিলাদ-ক্বিয়াম, আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে অতিবাহিত করেছেন।
মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলিমদের মতো চাঁদপুরের মুসলিমরাও বিশেষ মোনাজাত ও দোয়া করেছেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষগণ নফল রোজাও রেখেছেন। রাতব্যাপী ইবাদত, বন্দেগী, জিকির ছাড়াও পবিত্র এ রাতে মুসলমানগণ মৃত পিতা-মাতা ও আত্মীয়স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করতে চাঁদপুর পৌর কবরস্থানসহ বিভিন্ন কবরস্থানে ভিড় করতে দেখা গেছে।
ইসলামিক ফাউন্ডেশন
মহিমান্বিত এ রজনী ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পালনের লক্ষ্যে চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর উদ্যোগে বায়তুল আমান জামে মসজিদে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফা চাঁদপুরের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপ্রধানে পবিত্র শবে বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। অনুষ্ঠানে মিলাদ-ক্বিয়াম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ আতিকুল্লাহ।
শাহী জামে মসজিদ
পবিত্র শবে বরাত উপলক্ষে চাঁদপুুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। অনুষ্ঠানমালার মধ্যে ছিলো বাদ মাগরিব সালাতুল আউয়াবিন, জিকির-আজকার, কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা, মিলাদ মাহফিল, নফল ও তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজের পর আখেরি মোনাজাত। শবে বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন। মিলাদ-ক্বিয়াম পরিচালনা করেন পেশ ইমাম মাওলানা মোঃ শাহীন। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শাহী জামে মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হাজী নাজিম উদ্দিন মিজান মিজি ও সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর আলম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র এ রাতে ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগীর জন্যে হাজীগঞ্জ বড় মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, পুরাণবাজার জামে মসজিদ, বায়তুল আমিন রেলওয়ে জামে মসজিদ, ঐতিহাসিক বেগম জামে মসজিদ, চাঁদপুুর সরকারি কলেজ জামে মসজিদ, বাসস্ট্যান্ড গোর-এ-গরিবা কমপ্লেক্স জামে মসজিদসহ প্রায় সকল মসজিদ সারারাত খোলা ছিলো। পবিত্র শবে বরাত উপলক্ষে গতকাল মঙ্গলবার সরকারি ছুটি পালিত হয়।