সস্ত্রীক করোনায় আক্রান্ত ফরিদগঞ্জ থানার ওসি
প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ০৮:৫৪
নিজস্ব প্রতিবেদক


সারাদেশের ন্যায় ফরিদগঞ্জে হু হু করে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার ফরিদগঞ্জ থানায় করোনা হানা দিয়েছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার সকালে আসা ৩টি রিপোর্টের মধ্যে ২টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ১০৮১টি রিপোর্টের মধ্যে ১০৮১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩১০ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ২৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।