• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সস্ত্রীক করোনায় আক্রান্ত ফরিদগঞ্জ থানার ওসি

প্রকাশ:  ৩১ মার্চ ২০২১, ০৮:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

সারাদেশের ন্যায় ফরিদগঞ্জে হু হু করে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার ফরিদগঞ্জ থানায় করোনা হানা দিয়েছে। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী জানান, মঙ্গলবার সকালে আসা ৩টি রিপোর্টের মধ্যে ২টি রিপোর্টই পজিটিভ আসে। এ পর্যন্ত পাওয়া ১০৮১টি রিপোর্টের মধ্যে ১০৮১ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩১০ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে ২৩ জন মারা গেছেন এবং ২৯৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

সর্বাধিক পঠিত