• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে আরো ৩৪ জনের করোনা শনাক্ত

প্রকাশ:  ৩১ মার্চ ২০২১, ০৮:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গতকাল সোমবার ২০৫ জনের স্যাম্পল পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে চাঁদপুর জেলায় মোট আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ৩১৩১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা যায়।
আরো জানা যায়, এদিন চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে পরীক্ষাকৃত ২০৫ জনের করোনা স্যাম্পলের মধ্যে ৩৪ জনের পজিটিভ রিপোর্ট আসে এবং বাদবাকি ১৭১ জনের রিপোর্ট নেগেটিভ আসে। পজিটিভ ৩৪ জন হচ্ছে : সদর উপজেলায় ১৬, মতলব দক্ষিণ ২জন, মতলব উত্তরে ২জন, ফরিদগঞ্জে ৩জন, শাহরাস্তিতে ৩জন, হাজীগঞ্জে ৫জন, হাইমচরে ২জন ও কচুয়ায় ১ জন। নতুন এই ৩৪জনসহ চাঁদপুর জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী হচ্ছে মোট ৩১৩১ জন। এর মধ্যে আক্রান্ত রোগী মারা গেছেন এ পর্যন্ত ৯৩ জন।
উপজেলাভিত্তিক আক্রান্তদের সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদর ১৩৮৯ জন, হাইমচর ১৮১ জন, মতলব উত্তর ২৩৪ জন, মতলব দক্ষিণ ৩২৩ জন, ফরিদগঞ্জ ৩৩৮ জন, হাজীগঞ্জ ২৭৮ জন, কচুয়া ১১২ জন ও শাহরাস্তি ২৭৬ জন। এছাড়া ঢাকা হতে আগত ৪ জন, লক্ষ্মীপুর থেকে ২ জন, মতলব (দঃ) আইসিডিডিআরবি হতে প্রাপ্ত ৩০ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হতে প্রাপ্ত ১ জন ও নারায়ণগঞ্জ থেকে আগত ১ জন আক্রান্ত হওয়ার মোট হিসেবে রয়েছে।
মারা যাওয়া ৯০ জন হচ্ছে- চাঁদপুর সদর ৩২, ফরিদগঞ্জ ১৪, হাজীগঞ্জ ১৭, শাহরাস্তি ৭, কচুয়া ৬, মতলব উত্তর ১১, মতলব দক্ষিণ ৫ ও হাইমচর উপজেলায় ১ জন।

সর্বাধিক পঠিত