• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে দুইদিনে ৩৭ জনের করোনা শনাক্ত

প্রকাশ:  ২৮ মার্চ ২০২১, ০৯:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলায় দুইদিনে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ২০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। গত ২৫ ও ২৬ মার্চ এসব নমুনা পরীক্ষা করা হয়। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ঈসা রুহুল্লাহ থেকে গতকাল রাতে এ তথ্য জানা গেছে। আরো জানা যায়, গতকাল শনিবার  একদিনে নমুনা সংগ্রহ করা হয় দুই শতাধিক। তাই এতো সংখ্যক নমুনা পরীক্ষার পূর্ণাঙ্গ রিপোর্ট আজকে পাওয়া যাবে। এ জন্যে গতকালকের করোনার তথ্য আজকে প্রকাশ করা সম্ভব হয় নি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৫ ও ২৬ মার্চ ২০৬ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। চাঁদপুর ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে এ সব নমুনা পরীক্ষার পর যে রিপোর্ট আসে তা হচ্ছে- দুই দিনে ৩৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর মধ্যে ২৫ মার্চ ২২ জনের, ২৬ মার্চ ১৫ জনের। উপজেলা ভিত্তিক এই সংখ্যা হচ্ছে: চাঁদপুর সদর উপজেলায় ২১, মতলব উত্তরে ৪, মতলব দক্ষিণে ৩, ফরিদগঞ্জে ৬ ও হাজীগঞ্জে ৩ জন। নতুন এই ৩৭ জনসহ এ পর্যন্ত চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩০৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮০৩ জন। আর মারা গেছেন ৯০ জন। হাসপাতালে এবং বাড়িতে চিকিৎসাধীন আছেন ১৫০ জন।

 

সর্বাধিক পঠিত