• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনেক স্বপ্ন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

প্রকাশ:  ২৮ মার্চ ২০২১, ০৮:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৬ মার্চ ২০২১ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন চাঁদপুরের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জেলা প্রশাসনের এ আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার’।
সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, আজকে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন। যোগাযোগ ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। গভীর সমুদ্র বন্দর হচ্ছে। এক্সপ্রেস ওয়েব হয়েছে, টানেল হচ্ছে। মেট্টোরেল, ওভারব্রিজ হয়েছে। পাতাল রেলও হবে। প্রযুক্তির দিক থেকেও বাংলাদেশ অনেক অগ্রগামী। তিনি বলেন, দেশ গড়ার এতো কিছুর পরও ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। তারা বিভিন্ন ইস্যু তৈরি করে দেশটাকে পিছিয়ে নেয়ার চেষ্টা করছে। চাঁদপুর যাতে নিরাপদে থাকে তার জন্যে আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। চাঁদপুর এখনো ভালো আছে, নিরাপদ আছে। কিছু কিছু জায়গায় বিভিন্ন ইস্যু তৈরি করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে। কয়েকটি জায়গায়ও পরিস্থিতি তৈরি করা হয়েছে। এ জেলাতে যাতে এসব না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, আমরা চাই আমাদের দেশ উন্নত দেশ হবে। উন্নয়ন ও স্থিতিশীলতার এ ধারা যদি আমরা অব্যাহত রাখতে পারি, তবে অবশ্যই আমাদের দেশ উন্নত দেশে পরিণত হবে।
জেলা প্রশাসক বলেন, অনেক স্বপ্ন নিয়ে দেশটাকে গড়ার কাজ করেছিলেন আমাদের জাতির পিতা। যার যার অবস্থানে তার তার দায়িত্ব যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলেই আমাদের দেশটি সোনার বাংলা হবে। আর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষের প্রয়োজন। সেই সোনার মানুষ হচ্ছেন আপনারা। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত এ দেশ গড়ার কারিগর কিন্তু দেশের জনগণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) বলেছেন, আমরা কল্পনাও করতে পারিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য প্রযুক্তিতে এই বাংলাদেশকে কতদূর নিয়ে গেছেন। আজকে গোটা পৃথিবী আমাদের হাতের মুঠোয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআইর উপ-পরিচালক আরমান আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। অনুষ্ঠানের শুরুতে আলোচনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাস।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর ইউএনও সানজিদা শাহনাজ, পুলিশ সুপারের সহধর্মিণী আফসানা শর্মিসহ প্রশাসনের এবং সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।

সর্বাধিক পঠিত