• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহতলী জিলানী চিশতী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

প্রকাশ:  ২৪ মার্চ ২০২১, ১২:৫৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৩ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে এবং ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এ কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে, এটি ভালো দিক ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা। আমি শ্রদ্ধা নিবেদন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতি। বঙ্গবন্ধু স্বাধীনতা না এনে দিলে আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না। তাই আমি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর প্রতি দুর্বল। আজ দেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের মাইলফলক অর্জন করেছে। দেশ এগিয়ে যাচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে, টানেল হচ্ছে, নৌ-বন্দর হচ্ছে, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে হয়েছে, দেশ ডিজিটাল হচ্ছে। সবকিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে।
তিনি বলেন, ইতিহাস বিকৃত করা যাবে না। শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বাংলার ইতিহাস কেউ কখনও কলংকিত করতে পারবে না। বঙ্গবন্ধু নিজেই ইতিহাস। ১৯৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ছয় দফা দাবি, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধসহ সকল সংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকা সকলের নিকট তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধসহ সকল সংগ্রামের মহানায়ক ছিলেন বঙ্গবন্ধু। করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, মুজিব কর্নারে একটি লাইব্রেরি থাকবে, যেখানে বঙ্গবন্ধুর জীবনী ও অবদানের ওপর বই থাকবে। থাকবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, যা থেকে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে। বঙ্গবন্ধু কর্নার থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহ্তলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোঃ গিয়াসউদ্দিন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, ৩০নং মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহতলী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, মোঃ গোলাম সারওয়ার, শামিমা আক্তার, শাহতলী কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা এ.এন.এম. হেলাল উদ্দিন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মুহাম্মদ নূরুল বাতেন, মাওলানা ছোহাইল আহমাদ চিশতীসহ অন্যান্য অতিথি ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। তাঁকে কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি।

 

সর্বাধিক পঠিত