চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের নিয়ে গণশুনানী


চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ উদ্যােগে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মার্চ বুধবার সকাল ১১ টায় সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের দাসাদী ঈদগাঁ ময়দানে সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক, কল্যানপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মনির হোসেন গাজীর সভাপতিত্বে কল্যানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক গাজী মোঃ শাহাবুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এজিএম (এমএস) মালিক মোঃ ইয়াহিয়া, জুনিয়ার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ইন্সপেক্টর সোহেল রানা, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য রাজ্জাক প্রধানিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর কবির, কল্যানপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক জসিম বেপারী, কল্যানপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সাদ্দাম, কলঢানপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ওমর ফারুক সুমন, যুগ্ন আহবায়ক আরিফ মুন্সি, পল্লী বিদ্যুৎতের গ্রাহকদের মধ্য বক্তব্য রাখেন হাসান ভুঁইয়া, মিজান বকাউল, ফরিদ, রফিকুল ইসলাম, ইসমাইল প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্য বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার ঘোষনা দিয়েছে, সরকারের সে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করছে। সরকারের ভিষন হচ্ছে ২৪ ঘন্টা বিদ্যুৎ দেওয়া। গ্রাহকদের সাথে অান্তরিক পরিবেশ থাকলে বিদ্যুৎ ব্যবস্থা আরো উন্নতি হবে। বিদ্যুৎতের লাইনে এখন কাজ করা হচ্ছে, তাই এখন বিদ্যুৎ ব্যবস্থা কিছুটা বিলম্ব হচ্ছে। তিনি বলেন সরকারের প্রতিটি কাজ জনগনের কল্যানেই হচ্ছে, পল্লীবিদ্যুৎ যত লাইন গেছে, সকল লাইন জনগনের সম্পত্তির উপর দিয়েই গেছে। মফস্বলের অনেক গাছ রয়েছে, সে গাছের জন্য অনেক সময় বিদ্যুৎতের বিভ্রান্তে গ্রাহকদের পড়তে হচ্ছে।
তিনি বলেন, বিদ্যুৎতের কোন সমস্যা হলে সরাসরি অফিসে যোগাযোগ করবেন, আপনাদের তথ্য দিতে হবে। আপনাদের তথ্যর উপর ভিত্তি করেই বিদ্যুৎ ব্যবস্থার দ্রুত সমস্যা সমাধান হবে। দালালদের থেকে দূরে থাকবেন, বিদ্যুৎতে সংযোগ নিতে কোন প্রকার অবৈধ লেনদেন করবেন না। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেওলায়াত পাঠ করেন মোঃ আলম খান।