• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জের বালিথুবা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা

প্রকাশ:  ২৪ মার্চ ২০২১, ০০:৪৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জের ২নং বালিথুবা ইউনিয়নের বালিথুবা বাজারে ভয়াবহ ভাবে আগুন লাগার খবর পাওয়া গেছে। জানা যায় ২৪ মার্চ রাত নয়টার সময় বাজারের জ্বালানি ব্যবসায়ী জসীমউদ্দীন মিয়াজীর দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। জসিম উদ্দিন মিয়াজী বর্তমানে অচেতন থাকার কারণে আগুনের সূত্রপাতের বিষয়ে কেউ জানাতে পারেনি। তবে সর্বশেষ খবরে জানা যায় চাঁদপুর থেকে ফায়ার সার্ভিস আসার পূর্বেই এলাকার উৎসুক জনতা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই জসীমউদ্দীন মিয়াজীর দোকান থেকে আগুনের সূত্রপাতে পাশে থাকা সাইফুলের মুদি দোকান, কাহারের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে, লিটনের ইলেকট্রনিক্স ও মোবাইল সামগ্রী এবং মোবাইলের দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা দাঁড়াবে। শেষ খবর পর্যন্ত জানা যায় ফরিদগঞ্জ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। এবং আমিন হোসেন নামের এক জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সর্বাধিক পঠিত