প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ
ড. সেলিম মাহমুদের মায়ের ইন্তেকাল


বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের মা শাহাজাদী বেগম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকাস্থ স্পেশালাইজড হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।
পরদিন রোববার সকাল সাড়ে ৮টায় ঢাকার শাহজাহানপুর সরকারি কোয়ার্টার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওইদিন বাদ জোহর মরহুমার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দ্বিতীয় জানাজা অনুষ্ঠানে মরহুমার জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ড. সেলিম মাহমুদ, বড় ভাই দায়রা জজ জাহাঙ্গীর আলম রবিন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।
ড. সেলিম মাহমুদের মা শাহাজাদী বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া শোক প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, এনবিআরের সাবেক চেয়ারম্যান মোঃ গোলাম হোসেন, কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম প্রধান, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন।