• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তি খিলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

সর্বোচ্চ ১৩২ ভোট পেয়ে (মোটরসাইকেল) প্রতীক মোঃ মাহবুব আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন

প্রকাশ:  ২১ মার্চ ২০২১, ১৫:৪৯
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

শাহরাস্তি খিলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

ইউসুফ পাটোয়ারী লিংকন

শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে বাজার পরিচালনা কমিটির ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইউপির ট্রেড লাইসেন্স অন্তর্ভুক্ত বাজার ব্যবসায়ী ২৩৯ জন ভোটারদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে নির্বাচন কমিশন, বাজার ব্যবসায়ী নির্বাচন ১১টি কার্যকরী পরিষদের পদের অনুকূলে সহ- সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২২৬ ভোট তাদের ভোটাধিকার প্রদান করেন।

সহ-সভাপতি পদে (ছাতা) প্রতীকে ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন আবু নাছের মোগল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূর হোসেন রাজু ৯৭ ভোট পান। সর্বোচ্চ ১৩২ ভোট পেয়ে (মোটরসাইকেল) প্রতীক মোঃ মাহবুব আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শহীদুল্লাহ সিএনজি প্রতীক ৯২ ভোট পান।

উল্লেখ্য বাজার পরিচালনা কমিটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম এর পূর্বে খিলা বাজার স্কুল এন্ড কলেজের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচিত হন।

এছাড়াও আসন্ন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পদে নির্বাচন করার অভিপ্রায় ব্যক্ত করেন।

কমিটির অন্যান্য পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় তাদেরকে নির্বাচিত বলে ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান সোনালী ব্যাংক, খিলা বাজার শাখার ম্যানেজার মেজবা উদ্দীন।

অন্যান্য পদে কমিটিতে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রচার সম্পাদক মোঃ মাইনুল ইসলাম সদস্য মোহাম্মদ শামছুল আলম।

ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনের প্রধান বেলা ৫ ঘটিকায় প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের উপস্থিতিতে বে-সরকারি নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

 

 

সর্বাধিক পঠিত