• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন।

প্রকাশ:  ১৮ মার্চ ২০২১, ১৪:০৩
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন করেছে শাহরাস্তি উপজেলা প্রশাসন।

ইউসুফ পাটোয়ারী লিংকন

নানা আয়োজনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও শিশু দিবস-২০২১ শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সে মাধ্যমে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ  মুক্তিযুদ্বের ১ নং সেক্টর কম্যান্ডার মেজর (অবঃ)রফিকুল ইসলাম বীর উত্তম ।

 

উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া সার্কেলে কর্মরত সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল কালাম আজাদ চৌধুরী, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস-চেয়ারম্যান কামরুন নাহার, সহকারী কমিশনার (ভূমি), উম্মে হাবীবা মীরা, মেহের উত্তর ইউনের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, শাহরাস্তি উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষিক, অভিভাবক ও স্কুল-কলেজ এবং মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ।

এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, কুইজ, রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ইত্যাদিসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা

এদিনে জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা এবং বিভিন্ন উপাসনালয়ে প্রার্থণার আয়োজন করা হয়।

সর্বাধিক পঠিত