চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে 'বঙ্গবন্ধু গেট' উদ্বোধন


চাঁদপুরে এই প্রথম জেলা শহরের প্রবেশদ্বার বাবুরহাটে দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু গেট নির্মাণ করা হয়েছে। গতকাল ১৭ মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন সকালে এ গেটের উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন গেটটি উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
উদ্বোধকের বক্তব্যে ওচমান গনি পাটওয়ারী বলেন, জাতির পিতাকে নিয়ে অনেক স্বপ্নই রয়েছে। আর এই গেটটি হচ্ছে তারই বহিঃপ্রকাশ। এই গেটটি যাতে আমাদের মাধ্যমে জাতির পিতাকে মনে করিয়ে দেয় সে চেষ্টাই করছি। এর পাশে একটি বঙ্গবন্ধু লাইব্রেরি করার পরিকল্পনা রয়েছে। সেই সাথে জেলা প্রশাসন যদি আমাদের একটু খাস জমি দেয় তাহলে আমরা বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর দাফনের জন্যে একটি কবরস্থান তৈরি করতে চাই।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে বাধা দিতে স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে এগিয়ে নিতে মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি বলেন, দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু গেট চাঁদপুরে ইতিহাসে সাক্ষী হয়ে গেলো। আর এটির পাশে বঙ্গবন্ধু লাইব্রেরি করার পরিকল্পনা করলে সেখানে জেলা প্রশাসন সহযোগিতা দিতে প্রস্তুত।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে মিলেমিশে কাজ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠন করবো। দৃষ্টিনন্দন এ গেটটি নির্মাণে তিনি জেলা পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মোঃ আব্দুর রহীম, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ পাটওয়ারী।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপ্রধানে এবং প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, এনএসআই চাঁদপুরের উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিঃ আব্দুর রব ভূঁইয়া, কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম, জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ ইব্রাহীম খলিল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ আলী জিন্নাহ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জসীম উদ্দিন প্রমুখ।
দৃষ্টিনন্দন বঙ্গবন্ধু গেট উদ্বোধন উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনদর্শনের ওপর আলোচনা করেন। বক্তাগণ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে স্বাধীনতা সপক্ষের বর্তমান সরকারপ্রধান শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনের প্রশংসা করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, চিকিৎসক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পরিবেশন করে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলের ছেলে শেখ আবিদ মহিউদ্দিন। অনুষ্ঠানশেষে দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।