• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় জেলা প্রশাসনের মিলাদ মাহফিল

প্রকাশ:  ১৮ মার্চ ২০২১, ১৩:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ মার্চ বুধবার চাঁদপুর শহরের কালেক্টরেট জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে দেশ ও জাতির কল্যাণ কামনা, জাতির পিতা বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্য এবং ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের জন্যে দোয়া করেন কালেক্টরেট জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মোশারফ হোসাইন। দোয়া মাহফিলে অংশ নেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ দাউদ হোসেন চৌধুরী ও সহকারী কমিশনার মেহেদী হাসান মানিক। মিলাদ পরিচালনা করেন মসজিদের মাওলানা মোঃ হাবিবুল্লাহ। পরে উপস্থিত সকলের মাঝে তবররুক বিতরণ করা হয়।

সর্বাধিক পঠিত