• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান

আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে ফরিদগঞ্জ পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য করার প্রতিশ্রুতি দিচ্ছি : মেয়র আবুল খায়ের পাটওয়ারী

প্রকাশ:  ১৫ মার্চ ২০২১, ১৩:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার নব-নির্বাচিত মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে সংবর্ধনা দেয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের দিনই নব-নির্বাচিত ও বিদায়ী মেয়র, কাউন্সিলরদের এই সংর্বধনা প্রদান করে। এর আগে নতুন মেয়র বিদায়ী মেয়রের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
পৌর কার্যালয়ের সামনে সংবর্ধনা উপলক্ষ্যে সুধী সমাবেশের আয়োজন করা হয়। পৌর সচিব একেএম খোরশেদ আলমের সভাপতিত্বে নতুন মেয়র আবুল খায়ের পাটওয়ারী তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র পদে আমাকে দলীয় মনোনয়ন প্রদান করে যেই সম্মান দেখিয়েছেন, তাতে আমার পরিবার ও মুক্তিযোদ্ধারা কৃতজ্ঞ। আমাকে মনোনয়ন দেয়ার কারণে আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং পৌরবাসীর মাঝেও উৎসাহ-উদ্দীপনা দেখেছি। ফলে নির্বাচনে সকল পর্যায়ের নেতা-কর্মী অংশগ্রহণ করে এবং পৌরবাসী ভোট প্রদানের মাধ্যমে আমাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়েছেন। আমি আজ আপনাদের সামনে কথা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠন এবং আমার পৌরবাসীর দেয়া সম্মান আমি যথাযথভাবে রাখবো। জীবনের শেষ ক্ষণে এসে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে ফরিদগঞ্জ পৌরসভাকে আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আশা করছি আজ থেকে আমার দায়িত্ব পালনকালে সকলে মিলে সহযোগিতা করবেন। আমি আমার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করে যাবো।
সভায়  পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ও ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান সোহাগের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সদ্য বিদায়ী সাবেক মেয়র মাহফুজুল হক ও মহিলা আওয়ামী লীগ নেত্রী নাজমুর নাহার অনি।
এছাড়া উপস্থিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ফরিদগঞ্জ এআর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সহিদ উল্ল্যা তপদার, ডেপুটি কমান্ডার সরোয়ার হোসেন, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম তবিবুল্ল্যাহ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি হাসান রাজা, সাবেক সম্পাদক কামাল মিজি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, উপজেলা ছাত্রলীগের সম্পাদক জহিরুল ইসলাম সুজন, যুগ্ম সম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আলমগীর পাটওয়ারী, সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ। আলোচনা শেষে মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দেয়া হয়।

 

সর্বাধিক পঠিত