কচুয়ায় 'শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ বীরবিক্রমে'র নামে একাডেমিক ভবন নামকরণের দাবি


বীরবিক্রম শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে ১০ ডিসেম্বর খুলনায় পাকিস্তাানি সেনাবাহিনীর গুলিতে শহীদ হন। তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে এলাকাবাসী তাঁর নিজ গ্রামে ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত ৬৯নং সাহেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন নূতন একাডেমিক ভবনটি 'শহীদ ক্যাপ্টন মহিব উল্লাহ বীরবিক্রম' নামকরণের দাবি জানিয়েছে।
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাহেদাপুর গ্রামে পাটওয়ারী বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বীর বিক্রম মহিব উল্লাহর জন্ম। তাঁর পিতা মাওলানা সুজাত আলী পাটওয়ারীর তিন ছেলের মধ্যে মহিব উল্লাহ ও হাফিজ উল্লাহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মহিব উল্লাহ চট্টগ্রাম শাহানগর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ১৯৬১ সালে নৌবাহিনীতে যোগদান করেন। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্ত্রী ও দুই ছেলে রেখে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এই কারণে পাকহানাদার বাহিনী তাঁর গ্রামের বাড়িটি জ্বালিয়ে দেয়। স্বাধীনতা অর্জনের পূর্ব মুহূর্তে খুলনার রূপসা এলাকায় নৌবাহিনীর 'পলাশ যুদ্ধ জাহাজে' শত্রু পক্ষ পাকহানাদার বাহিনীর গুলিবর্ষণে মহিব উল্লাহ ও বীর শ্রেষ্ঠ রুহুল আমিন শহীদ হন। রূপসা নদীর পাশে চির নিদ্রায় শায়িত আছেন জাতির শ্রেষ্ঠ এই দু সন্তান। এলাকাবাসীর দাবি, অকুতোভয় সাহসী বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন মহিব উল্লাহ বীর বিক্রমের নামে তাঁর নিজ গ্রামের সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি নামকরণ করা হোক।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ মবিন বলেন, একজন বীর বিক্রম খেতাবধারী শহীদ মুক্তিযোদ্ধাকে স্মরণীয় করে রাখতে এলাকাবসীর দাবির সাথে আমি ও কচুয়ার সকল মুক্তিযোদ্ধা সহমত পোষণ করছি।
কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবিব জুয়েল বলেন, সাহেদাপুর গ্রামের শহীদ মহিব উল্লাহ বীর বিক্রম জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁর নামে বিদ্যালয় ভবনের নামকরণ করতে এলাকাবাসীর দাবির সাথে আমিও একমত।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ বলেন, এলাকাবাসী যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে নীতি নির্ধারণী কর্তৃপক্ষ বরাবর অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয় পরিচালনা পর্ষদ, জমিদাতা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ মহিব উল্লাহ বিক্রমের নামে একাডেমিক ভবন নামকরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।