চাঁদপুর শহরে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন


চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানার পক্ষ থেকে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শহরের কালীবাড়ি কোর্ট স্টেশনের সম্মুখে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলি্লশোর্ধ্ব যে কেউ এখানে ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন।
গতকাল ১ মার্চ সোমবার দুপুর ১টায় কোর্ট স্টেশনের সম্মুখে ফিতা কেটে এই ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন মিজি।
এই ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমটি ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আল রাফি মালের সৌজন্যে এবং ১৫নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের পরিচালনায় একঝাঁক ছাত্রলীগ কর্মী প্রতিদিন এ কার্যক্রমটি পরিচালনা করবে। উদ্বোধনকালে চাঁদপুর জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।