চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপ্রধানে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী আব্দুর রহীম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম প্রমুখ। সভায় বক্তারা বলেন, শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা যানজট। তাই যানজট নিরসনে কাজ করতে হবে। এজন্যে প্রশাসন ও পৌরসভার সম্মিলিত উদ্যোগ নেয়া দরকার। এছাড়াও সভায় জেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।