• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারীর উঠোন বৈঠক জনসভায় পরিণত

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী তাঁর মেয়াদকালে উক্ত ইউনিয়নে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির উন্নয়ন কাজের বিবরণ এবং একই সাথে সমস্যা ও সম্ভাবনা নিয়ে উঠোন বৈঠক করেছেন। গতকাল ৩ ফেব্রুয়ারি বুধবার বিকেল সাড়ে ৩টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাইনের বাড়িতে উক্ত উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার কামরাঙ্গা কলেজ মাঠে আল মামুন পাটওয়ারীর উঠোন বেঠক অনুষ্ঠিত হয়। তাঁর এসব উঠোন বৈঠকে এতো বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয় যা জনসভায় রূপ নেয়।


৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপ্রধানে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ- সভাপতি শাহাদাত হোসেন জাকির পাটওয়ারীর পরিচালনায় উঠোন বৈঠকে চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই অংশ হিসেবে চাঁদপুরের মাটি ও মানুষের নেত্রী রামপুর ইউনিয়নের কৃতী সন্তান মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ ডাঃ দীপু মনি এমপি সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে রামপুর ইউনিয়নকে রূপান্তরিত করেছেন। বিগত সময়ের তুলনায় এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গত ৫ বছরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে।

 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও ইউপি সদস্য আনোয়ারা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খালেক তপাদার, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খান, সমাজসেবক বদিউর রহমান, ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ রিপন পাটওয়ারী প্রমুখ।

 

উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক নূরুন্নবী সোহেল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অলি আহম্মদ জসিম, কৃষি বিষয়ক সম্পাদক খোকন চন্দ্র রায়, ইউনিয়ন পরিষদের মেম্বার মমিন উদ্দিন পাটওয়ারী, আনোয়ার হোসেন আনু তপাদার, ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইছহাক তপাদার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনসহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকাবাসী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার হাফেজ আবু তাহের।

সর্বাধিক পঠিত