• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ছেলের বিয়ের জন্যে জমানো এক লক্ষ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে এই ঘটনা ঘটে।


জানা গেছে, চির্কা গ্রামের রাঢ়ি বাড়ির মৃত মোস্তফা রাঢ়ির বসতঘরে মঙ্গলবার গভীর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঘরটি ছাই হয়ে যায়।

 


মোস্তফা রাঢ়ির স্ত্রী কুলছুমা বেগম জানান, তিনি তাঁর বড় ছেলে সারোয়ারের বিয়ের জন্যে একটি সমিতি থেকে এক লক্ষ টাকা ঋণ করে ঘরে রাখেন। কিন্তু আগুন সবকিছু পুড়িয়ে তাকে নিঃস্ব করে দেয়।

 


অগি্নকান্ডের সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

সর্বাধিক পঠিত