লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচন
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খানের মনোনয়নপত্র দাখিল


কোনো প্রকার শোডাউন ছাড়াই সাদামাটাভাবে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খান তাঁর মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে দাখিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আরশাদ মিয়াজী, চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খানের প্রস্তাবকারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ মিজি, সমর্থনকারী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়েদ মাস্টার। এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সাবেক সভাপতি জালাল চৌধুরী, শহীদ পাটোয়ারী, সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াসউদ্দিন মিলন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, দৈনিক চাঁদপুর শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ৭১ টেলিভিশনের জেলা প্রতিনিধি কাদের পলাশ, চ্যানেল আইয়ের প্রতিনিধি মোরশেদ আলম, দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদসহ অনেক সংবাদকর্মী।
গতকাল ৩ ফেব্রুয়ারি বুধবার বেলা সাড়ে ১১টায় মোঃ সেলিম খান চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেনের কাছে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। যদিও চেয়ারম্যান মোঃ সেলিম খানের সমর্থকরা সকাল ৯টা থেকে জেলা নির্বাচন অফিসের সামনে চাঁদপুর-রায়পুর সড়কের পূর্ব পাশে অবস্থান করছিলো। চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খান মনোনয়নপত্র দাখিল শেষে জেলা নির্বাচন অফিসের ভেতরে টেলিভিশন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরপর তিনি তাঁর নিজ নির্বাচনী এলাকায় চলে যান।
গতকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শুধুমাত্র নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ সেলিম খান এবং ৯টি ওয়ার্ডে ১ জন করে ৯ জন সাধারণ সদস্য ও সংরক্ষিত (নারী) ৩টি ওয়ার্ডে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ ৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে।