লক্ষ্মীপুর ইউপি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই সকলে বিজয়ের পথে
চেয়ারম্যান পদে ১, সাধারণ ওয়ার্ডে ৯ ও সংরক্ষিত ওয়ার্ডে ৩ জনের মনোনয়নপত্র দাখিল


চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল পদে একক প্রার্থী। কোনো পদেই প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী নেই। তাই চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ছিলো গতকাল ৩ ফেব্রুয়ারি বুধবার। এদিন নির্বাচন কমিশনের নির্ধারিত সময় বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ১ জন, সাধারণ নয়টি ওয়ার্ডে (পুরুষ) সদস্য বা মেম্বার পদে ৯ জন এবং সংরক্ষিত (নারী) তিনটি ওয়ার্ডে তিন জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মনোনয়নপত্র বাছাই করা হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গতকাল ৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ সেলিম খান দলীয় মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সাথে ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সায়েদ আখন, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজীসহ আরো ক'জন নেতৃবৃন্দ।
এদিকে গত ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সাধারণ ওয়ার্ডে (পুরুষ) সদস্য পদে ৯ জন ও সংরক্ষিত (নারী) ওয়ার্ডে ৩ জন মনোনয়নপত্র জমা দেন। গতকাল মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন পর্যন্ত মেম্বার পদে ১২ জনই মনোনয়নপত্র জমা দেয়ার সংখ্যা।
একটি সূত্রে জানা যায়, উক্ত ইউপি সদস্য পদে যে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন সকলে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত।
২ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের নিকট প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
সাধারণ ওয়ার্ডে সদস্য পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হচ্ছেন : ১নং ওয়ার্ডে দুলাল বেপারী, ২নং ওয়ার্ডে মোঃ মনির শেখ, ৩নং ওয়ার্ডে মোঃ শফিক রাঢ়ি, ৪নং ওয়ার্ডে মোঃ হারেস মজুমদার, ৫নং ওয়ার্ডে মোঃ হারুনুর রশিদ, ৬নং ওয়ার্ডে শাহআলম মাঝি, ৭নং ওয়ার্ডে মোঃ হাবিবুর রহমান টিটু, ৮নং ওয়ার্ডে মোঃ ফারুক মাঝি ও ৯নং ওয়ার্ডে মোঃ জহির হাওলাদার।
সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডে হোসনে আরা বেগম বিউটি, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে হাসিনা আক্তার এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সীমা আক্তার মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, গতকাল ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন পর্যন্ত প্রতিটি পদে ১ জন করে প্রার্থী হওয়ায় জমাকৃত সকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। আজ ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। আগামী ২৮ ফেব্রুয়ারি এ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।