• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

২০২০ সালে বিজিডিসিএল-এর অবসরপ্রাপ্ত এবং মৃত্যুবরণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিদায়, স্মৃতিচারণমূলক সভা

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ২০২০ সালে অবসরপ্রাপ্ত এবং মৃত্যুবরণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিদায়, সহমর্মিতা ও স্মৃতিচারণমূলক সভা গত ২৮ জানুয়ারি সকাল ১০টায় কোম্পানির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সুযোগ্য ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব ডিভিশনের মহাব্যবস্থাপক নারায়ণ চন্দ্র পাল। উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, বিজিডিসিএল-এর অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং সিবিএ-এর সভাপতি আক্তার হোসেন। আরো উপস্থিত ছিলেন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আগত অবসরপ্রাপ্ত এবং মৃত্যুবরণকারী কর্মকর্তা ও কর্মচারীদের স্বজনগণ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক (প্রশাসন), অতিরিক্ত দায়িত্ব, প্রকৌশলী আবুল বাসার। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কোম্পানির পেশ ইমাম আবু সালেহ মোঃ আব্দুল কাইয়ুম এবং পবিত্র গীতা পাঠ করেন ব্যবস্থাপক প্রাণতোষ দত্ত। শ্রদ্ধা আর ভালোবাসায় প্রয়াত কর্মকর্তা/ কর্মচারীদের আত্মার শান্তির কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আগত অবসরপ্রাপ্ত বিদায়ী অতিথিবৃন্দকে এবং মৃত্যুবরণকারী কর্মকর্তা/কর্মচারীদের শোকার্ত স্বজনদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) নারায়ণ চন্দ্র পাল। এছাড়া মহাব্যবস্থাপক (বিপণন) ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য হতে কয়েকজন স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শঙ্কর মজুমদার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী এবং মৃত্যুবরণকারী অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের স্বজনদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। অতঃপর সভার প্রধান অতিথি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় শঙ্কর মজুমদার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তার মূল্যবান বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত