• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

শাহতলী কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

প্রকাশ:  ০২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মুজিববর্ষ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল ১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে গভর্নিংবডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপ্রধানে এবং মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন।


তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলায় শাহতলী কামিল মাদ্রাসায় সর্বপ্রথম বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। এজন্যে মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ প্রতিষ্ঠানে সরকারের সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এ মাদ্রাসার শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। শিক্ষকদের দক্ষতা ও মেধাকে কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ করতে হবে। করোনাকালে অনলাইনে শ্রেণি কার্যক্রম মনিটরিং করতে হবে।

 


তিনি বলেন, এ মাদ্রাসার কামিল স্তরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী। তাঁরই সুযোগ্য উত্তরসূরি মাদ্রাসার সহ-সভাপতি সোহেল রুশদীর নেতৃত্বে এ মাদ্রাসা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদ্রাসায় একটি বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষকরা মাদ্রাসার সকল শিক্ষার্থীর নাম জানতে হবে। শিক্ষার জন্যে শ্রম বেশি দিতে হবে। করোনা মহামারি সময়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিতে হবে। শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনী পড়তে উদ্বুদ্ধ করতে হবে।

 


অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিংবডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, আমরা এ মাদ্রাসায় আজ বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে পেরেছি, এটা একটা স্মরণীয় দিন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন রাষ্ট্র ও বিশ্বের দরবারে একটি মানচিত্র পেয়েছি, তাকে স্মরণীয় রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। বঙ্গবন্ধু লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা অনেক তথ্য জানতে পারবে। এ প্রতিষ্ঠানে সরকারের সকল কর্মসূচি ও সকল সিদ্ধান্ত যথাযথভাবে পালন করা হয়। অনলাইনে নিয়মিত ক্লাস আপডেট দেয়া হয়। গ্রামাঞ্চলে ইন্টারনেট একটি বড় সমস্যা। ইউনিয়ন পরিষদগুলোর মাধ্যমে যদি সরকার গ্রামাঞ্চলের প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট প্রদান করে, তাহলে শিক্ষার্থীরা উপকৃত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অনেক ইনোভেটিভ, তিনি অনলাইনে অনেক দক্ষ। তিনি বক্তব্যে আজ শিক্ষকদের অনেক গাইডলাইন দিয়েছেন। আপনারা সেভাবেই কাজ করবেন। এ মাদ্রাসার ফলাফল অনেক ভালো।

 


তিনি বলেন, শিক্ষামন্ত্রণালয় বৈশ্বিক করোনা দুর্যোগের মধ্যেও কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পদ্মাসেতু হয়েছে। এ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর অবদান। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন শিক্ষার্থীদের বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে হবে। আমরা অনলাইনের মাধ্যমে কাজ করতে পারছি। এটি মাননীয় প্রধানমন্ত্রীর অবদান।

 


তিনি আরো বলেন, শাহতলী কামিল মাদ্রাসার শতবছর পর আমরা একটি ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবন পেয়েছি। এ ভবনটি মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির অবদান। তিনি শাহতলী এলাকায় শাহতলী জিলানী চিশতী কলেজসহ সকল প্রতিষ্ঠানে ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ করেছেন। চাঁদপুরে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরি করেছেন। এজন্যে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে। এ অঞ্চলে মানুষে দীর্ঘদিনের প্রত্যাশা ছিলো এ মাদ্রাসায় একটি ভবনের। আমাদের সরকারি দিবসগুলো আমরা যথাযথভাবে পালন করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজ বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

 


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, শিক্ষক প্রতিনিধি সদস্য মাওলানা আব্দুল হালিম গাজী, অভিভাবক সদস্য মাওলানা হানিফ খান।

 


উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা কামাল হোসেন, মান্দারী আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোশারফ হোসেন, শাহতলী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা মহিউদ্দিন, মাওলানা এ.এন.এম. হেলাল উদ্দিন, ইংরেজি প্রভাষক মোহাম্মদুল্লা, বাংলা প্রভাষক মোঃ বেলায়েত হোসেন মিজি, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, শামছুদ্দোহা, সহকারী লাইব্রেরিয়ান মাওলানা আহসান হাবীব, ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান, হিসাবরক্ষক মোঃ শরীফুল ইসলাম খানসহ শিক্ষকবৃন্দ।

 


অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে শাহতলী কামিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করেন মাদ্রাসা গভর্নিংবডির সহ-সভাপতি সোহেল রুশদী এবং চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ শিক্ষকবৃন্দ।

 


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শাহতলী কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ।

সর্বাধিক পঠিত