• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে অনুমোদনহীন বেসামরিক বীর মুক্তিযোদ্ধা গেজেট যাচাই কার্যক্রম শুরু হয়েছে।

প্রকাশ:  ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৩
ইউসুফ পাটোয়ারী লিংকন
প্রিন্ট

শাহরাস্তিতে অনুমোদনহীন বেসামরিক বীর মুক্তিযোদ্ধা গেজেট যাচাই কার্যক্রম শুরু হয়েছে।  

ইউসুফ পাটোয়ারী লিংকন


জাতীয় মু‌ক্তি‌যোদ্ধা কাউ‌ন্সি‌লের সুপা‌রিশ‌বিহীন বেসাম‌রিক গে‌জেট নিয়‌মিতকর‌ণের ল‌ক্ষ্যে শাহরা‌স্তি উপ‌জেলায় যাচাই বাছাই কার্যক্রম প্রথম দিনে ৭ টি ইউ‌নিয়ন এর কার্যক্রম সমাপ্ত হয়েছে।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ এর  ধারা ৭(ঝ) ব্যত্যয় ঘটিয়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদন ছাড়া যেসব বেসামরিক গেজেট প্রকাশিত হয়েছে। প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে বেসামরিক গেজেট যাচাই-বাছাই করা হয়। 

সোমবার (১ ফেব্রুয়ারি) ২০২১ সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এই অনুমোদনহীন বেসামরিক বীর মুক্তিযোদ্ধা গেজেট যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ ধরনের গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের কমপক্ষে ৩ জন ভারতীয়/ লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত সহযোদ্ধা/সহপ্রশিক্ষণ গ্রহীতা সাক্ষী ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে  বলা হয়েছে। 

কোনও ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রশিক্ষণ গ্রহণ করে থাকলে তিনি কোন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তা ৩ জন ভারতীয়/ লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত বীর সহমুক্তিযোদ্ধার মাধ্যমে প্রমাণ করতে হবে। ভারতীয়/ লাল মুক্তিবার্তা তালিকাভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে এ যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০০২ এর ৭(ঝ) ধারা অনুযায়ী “প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন” পূর্বক সরকারের নিকট সুপারিশ করার এখতিয়ার এ কাউন্সিলের ওপর  ন্যস্ত রয়েছে।

সর্বাধিক পঠিত