এসএসসিতে তিন বিষয়ে ফেল করেও তিনি বিএ পাস!


এসএসসি পরীক্ষা দিয়েছেন তিনি ১৯৭৪ সালে। তিন বিষয়ে (ইংরেজি, পদার্থবিজ্ঞান ও জীববিজ্ঞান) অকৃতকার্য হয়েছেন। এরপরও তিনি বিএ পাস! কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে জেলার স্বনামধন্য একটি স্কুল থেকে তিনি এসএসসি পরীক্ষা দেন। তাঁর রোল নং ১২৫৪ (কৃষি), রেজিঃ নং ৫৯৪৬, সেশন ১৯৭২-৭৩। ১৯৭৪ সালে এসএসসি পরীক্ষায় ফেল করার পর তাঁর আর মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার সুযোগ হয়নি। এই জীবনে তাঁর শিক্ষাগত যোগ্যতা এতোটুকুই। অর্থাৎ মেট্রিক ফেল। কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম সেটা কোনো বিষয় নয়। বরং গুরুতর অভিযোগ হচ্ছে, তিনি এ পর্যন্ত জাতীয় পর্যায়ে যতো শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন সকল জায়গায় তিনি বিএ পাস দেখিয়েছেন। সমপ্রতি তিনি আরেকটি জাতীয় পুরস্কারের জন্যে আবেদন করেছেন, সেখানেও তিনি শিক্ষাগত যোগ্যতা বিএ পাস দেখিয়েছেন। এটি যে রাষ্ট্র এবং জনগণের সাথে ভয়ঙ্কর রকমের প্রতারণা, তা ভাবতেও গা শিউরে ওঠে।