• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আজ হাজীগঞ্জ পৌরসভার নির্বাচন

প্রকাশ:  ৩০ জানুয়ারি ২০২১, ১২:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আজ ৩০ জানুয়ারি শনিবার হাজীগঞ্জ পৌরসভার নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনসহ নির্বাচন কর্মকর্তার কার্যালয় সকল প্রস্ততি সম্পন্ন করেছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। হাজীগঞ্জ পৌর এলাকা জুড়ে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে।

এ নির্বাচনে মেয়র পদে ২ জন এবং সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ১২টি ওয়ার্ডে ২০ কেন্দ্রে সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হবে। একটানা ভোট শেষ হবে বিকেল ৪টায়। পৌরসভার ৪৫ হাজার ভোটার আজ নির্ধারণ করবেন কে হচ্ছেন তাদের পৌর পিতা।

এদিকে এ নির্বাচনে আলোচনা শুধু আওয়ামী লীগ ও বিএনপিকে নিয়েই। তার কারণ হচ্ছে, মেয়র পদে প্রার্থী মাত্র দু'জন। এ দু'জনই আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত প্রার্থী।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, প্রতিটি ভোটকেন্দ্রে ১২ জন পুলিশ ও ১০ জন আনসার সদস্যসহ নির্বাচনী এলাকায় বিজিবি, র‌্যাব ও আমর্ড পুলিশ থাকছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

এ নির্বাচনে মেয়র পদে বড় দুই রাজনৈতিক দলের দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপন এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র আলহাজ আব্দুল মান্নান খান বাচ্চু।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে চারটি ওয়ার্ডে ১৫ জন ও সাধারণ ১২টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ১২টি ওয়ার্ডে ৪৫ হাজার ৩৪৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২২ হাজার ৯৫৫ জন এবং নারী ভোটার ২২ হাজার ৩৯৩ জন।

এ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৪৫ হাজার ৩৪৮ জন ভোটার পৌরসভার ১২টি ওয়ার্ডের ২০টি কেন্ন্েদ্র ভোট দেবেন। এই ২০টি কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ১২৮টি। এছাড়া অস্থায়ী ভোট কক্ষ রয়েছে ১৯টি।

এই ২০টি ভোট কেন্দ্রে ২০ জন প্রিজাইডিং অফিসার, ১২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২৫৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া আইনশৃঙ্খলায় কেন্দ্রপ্রতি একজন পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ১২ জন পুলিশ কনস্টেবল ও ১০ জন আনসার সদস্য মোতায়েন করা হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১২টি ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং একজন মেজরের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, স্ট্রাইকিং ফোর্স ও টহলে থাকবে র‌্যাবের টিম।

রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণর্ভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে।

সর্বাধিক পঠিত