লক্ষ্মীপুর ইউনিয়নে ৪০ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান


চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারসহ মোট ৪০ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই জমি ও গৃহ প্রদান করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী ও আবিদা সুলতানা। সভাপতিত্ব করেন ইউএনও সানজিদা শাহনাজ।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান হোসেন সজীবের সঞ্চালনায় সহকারী প্রোগ্রামার হারুনুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলামসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।