• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় মেয়র পদে ৩, সংরক্ষিত মহিলা আসনসহ কাউন্সিলর পদে ৫৫ জনের মনোনয়নপত্র জমাদান

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২১, ১২:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কচুয়া পৌরসভা নির্বাচন। গতকাল ১৭ জানুয়ারি ছিল কচুয়া পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উপজেলা নির্বাচন অফিসার আবু বকর সিদ্দিক জানান, মেয়র পদে ৩জন, সংরক্ষিত মহিলা আসনে ১০জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৫জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান মনোনয়ন পত্র দাখিল করেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব প্রাঞ্জল মনোনয়নপত্র দাখিল করেছেন।

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১নং আসনে জোহরা খাতুন, ফেরদৌসী ও খুশিদা বেগম, ২নং আসনে গাজী শাহীন, বিলকিছ আক্তার (১), রোকেয়া বেগম ও নারগিস আক্তার, বিলকিছ আক্তার(২), ৩নং আসনে পারুল আক্তার ও আমেনা আক্তার।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে নজরুল ইসলাম, শাহ্ আলম, রহমত উল্লাহ্, আব্দুল কাদের, বিল্লাল হোসেন, ২নং ওয়ার্ডে মোঃ ইউছুফ আলী, মোঃ মালেক, মোঃ মহসিন রেজা, তাজুল ইসলাম, ৩নং ওয়ার্ডে গাজী কামাল, মাহারুন আল মিলি, মোঃ ইউছুফ, শাহ্ ইমরান, ফারুক হোসেন, আবদুল সালাম, শাহজাহান ৪নং ওয়ার্ডে ফয়েজ আহমেদ, জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, আবু ছাইদ সোহাগ, হেলাল গাজী, দুলাল মোল্লা, জামাল হোসেন, ৫নং ওয়ার্ডে আব্দুল মান্নান, শাহজাহান, আমিনুল ইসলাম, মোঃ আজাদ, মকবুল হোসেন, ৬নং ওয়ার্ডে শাহআলম, মির্জা গোলাম মোরশেদ, এরশাদ প্রধান, ৭নং ওয়ার্ডে কামাল হোসেন অন্তর, ইয়াছিন সম্রাট, সেন্টু মজুমদার, হুমায়ুন কবির, ৮নং ওয়ার্ডে মোঃ আব্দুল মমিন, মাসুদ আলম, শরীফ আহম্মেদ, আবুল খায়ের ৯নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, হেদায়েত উল্লাহ মুন্সী, আমিনুল হক , মোস্তফা কামাল, আবুল খায়ের ও হারুন মিয়া মনোনয়নপত্র দাখিল করছেন।

সর্বাধিক পঠিত