• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

সুভাষ চন্দ্র রায়ের সুস্থতা কামনায় কালীবাড়ি মন্দিরে প্রার্থনা

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২১, ১২:৫৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর শহরস্থ শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায় ও তার সহধর্মিণী কল্পনা রায়ের সুস্থতা কামনা করে কালীবাড়ি মন্দিরে প্রার্থনা করা হয়েছে। কালীবাড়ি মন্দির কমিটির আয়োজনে শহরের বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দের উপস্থিতিতে ১৬ জানুয়ারি শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত কমল চক্রবর্তী ও দিলীপ চক্রবর্তী। তারা সুভাষ চন্দ্র রায় ও তার সহধর্মিণী কল্পনা রায়ের দ্রুত আরোগ্য কামনা করেন। প্রার্থনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি রাতে সুভাষ চন্দ্র রায়ের স্ত্রী অসুস্থ অনুভব করলে পরদিন সকালে তাকে জরুরিভাবে ঢাকা নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে সুভাষ চন্দ্র রায় নিজেও অসুস্থ অনুভব করেন। তখন ডাক্তারের পরামর্শক্রমে উন্নত চিকিৎসার লক্ষ্যে উভয়কে ঢাকা গ্রীন লাইফে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তারা এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সর্বাধিক পঠিত