• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা কারাগারে বন্দীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২১, ১৪:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা কারাগারের অভ্যন্তরে বন্দীদের নিয়ে মাদকবিরোধী সমাবেশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়। ১৩ জানুয়ারি বুধবার বিকেলে কারাবন্দীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী এ সমাবেশ করা হয়।


এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম ও পুলিশ ইন্সপেক্টর এফএএম সাইফুল ইসলাম (প্রশাসন ও অর্থ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেল সুপার মোঃ গোলাম দস্তগীর।

 


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন বলেন, মাদক পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে যুবসমাজকে টার্গেট করেছে। তাই যুবসমাজের মধ্যে মাদক ঢুকিয়ে দিয়েছে।

 


তিনি বলেন, দেশের কারাবন্দী মানুষের মধ্যে ৩৫ শতাংশের বেশি মাদকসংক্রান্ত অপরাধের সাথে জড়িত। মাদকের বিরুদ্ধে বন্দীদের মানসিক বিকাশ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সচেতন করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

 


চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, মাদকের সরবরাহ, চাহিদা ও ক্ষতি হ্রাস এ তিনটি কৌশল নিয়ে কাজ করে মাদকদ্রব্য অধিদপ্তর। মাদকের বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি অবলম্বন করেছে। একই সাথে মাদকসেবীদের সুস্থ জীবনে ফিরে আসার সুযোগও রেখেছে। আর সেই সুযোগ হিসেবেই জেলখানাগুলোকে সংশোধনাগার হিসেবে তৈরি করা হচ্ছে। অনুষ্ঠান শেষে কারাবন্দীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়।

সর্বাধিক পঠিত