• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন-২০২১

আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের পাটওয়ারীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২১, ১৪:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর পক্ষে উপজেলা নির্বাচন অফিস থেকে দলীয় নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, সদস্য কামাল মিয়াজী, ইউসিসি চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, সহ-সভাপতি হাফেজ সর্দার, সোহেল দেওয়ান, যুগ্ম সম্পাদক রাজিব মজুমদার, রবিউল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

 


এর আগে যোগ্য ব্যক্তিকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেয়ায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও নেতা-কর্মীরা ফরিদগঞ্জে আনন্দ মিছিল করে। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সভাপ্রধানে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশিদ সাগর উপজেলার সকল পর্যায়ের দলীয় নেতা-কর্মীদের পক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ মনোনয়নের জন্যে কৃতজ্ঞতা জানান। একই সাথে আগামী ১৪ ফেব্রুয়ারি বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় নিশ্চিতে সকলকে কাজ করার আহ্বান জানান।

সর্বাধিক পঠিত