ফুলে ফুলে সিক্ত হলেন মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপন


আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনকে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। মেয়র পদে পুনরায় তাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করায় উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকেই প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে অধীর আগ্রহে সময় কাটাচ্ছিলেন নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে কচুয়ার শেষ সীমান্তে বারৈয়ারায় আসলে হাজার হাজার নেতা-কর্মী বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা করে নৌকার টিকিট প্রাপ্ত নাজমুল আলম স্বপনকে কচুয়া পৌরসভায় নিয়ে আসেন। পরে পৌর ভবনের সামনে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, চাঁদপুরের মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এ সময় ড. সেলিম মাহমুদ দেশরত্ন শেখ হাসিনা প্রদত্ত নৌকা প্রতীকের বিজয়ের জন্য সকল ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।