• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলনে দাবি

আলমগীর পাটওয়ারীর ব্যানারে একদল উচ্ছৃঙ্খল লোক মিছিলের নামে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০২১, ১৪:০১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে সংবাদ সম্মেলন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার বিএনপির সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাগানবাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এমএ রহিম পাটোয়ারী। লিখিত বক্তব্যে যৌথভাবে স্বাক্ষর করেন এমএ রহিম পাটোয়ারী ও পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী। লিখিত বক্তব্যে সাবেক এমপি মরহুম এমএ মতিন সমর্থিত উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ড. আলমগীর কবির পাটোয়ারীকে দায়ী করে কীভাবে তার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়ে আসছে তার ফিরিস্তি তুলে ধরা হয়।


খোঁজ নিয়ে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে এমএ মতিন সমর্থিত ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে। এই মামলায় ১০৯ জন নামীয় ও ৬০/৭০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। যাদেরকে আসামী করা হয়েছে তাদের মধ্যে ৯৯ ভাগ নেতা-কর্মী ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থক।

 


এমএ রহিম পাটোয়ারী তার লিখিত বক্তব্যে বলেন, আসছে ৩০ জানুয়ারি হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আঃ মান্নান খান বাচ্চু। পৌর নির্বাচনে তার জনপ্রিয়তা দেখে নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করার জন্যে এবং হাজীগঞ্জ বিএনপির রাজনীতিতে কোন্দল সৃষ্টির জন্যে গভীর ষড়যন্ত্র চলছে। তার অংশ হিসেবে গত ৩০ ডিসেম্বর মনোনয়ন জমা দেয়ার দিন দাওয়াত না দেয়া সত্ত্বেও আলমগীর কবির পাটোয়ারীর নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল লোক মনোনয়নপত্র জমাদানে বাধা সৃষ্টি করে। গত মঙ্গলবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথা মামলা ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে উপজেলা ও পৌর ছাত্রদল শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। আমাদের অংশের প্রতিবাদ সমাবেশটি আমরা দুপুরের মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ করেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সরকারি দলের মদদে একই দিন বিকেলে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের নামে ড. মোঃ আলমগীর কবির পাটোয়ারীর ব্যানারে একদল উচ্ছৃঙ্খল লোক মিছিলের নামে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে বিএনপি।

 


'কে এই আলমগীর কবির পাটোয়ারী' শিরোনাম উল্লেখ করে এমএ রহিম পাটোয়ারী তার বক্তব্যে আরো বলেন, আলমগীর কবির পাটোয়ারী বর্তমানে জেলা আওয়ামী শিক্ষক-কর্মচারী সমিতি (কাজী ফারুক পরিষদ)-এর সভাপতি। তিনি বিএনপির কোনো সংগঠনের সদস্য নন। এমনকি তার সাথে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন করেছেন। এছাড়াও ২০১৬ সালে অনুষ্ঠিত হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার নির্বাচন করেন আলমগীর কবির পাটোয়ারী। ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি নিজে প্রার্থী হয়ে জামানাত হারিয়ে বিএনপির প্রার্থী অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলামের পরাজয়ে আওয়ামী লীগকে সহযোগিতা করেন। ১২ জানুয়ারি বিকেলে ছাত্রদলের নামে পুলিশের সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে বিএনপি বা অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী জড়িত নয় বলে মিথ্যা মামলায় জড়ানো বা হয়রানি না করার অনুরোধ করেন উপজেলা বিএনপির এই সাধারণ সম্পাদক।


পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী ঘটনার দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ও কাজী জসিম গত কয়েক মাস ধরে জেলে থাকার পরেও কীভাবে উক্ত মামলায় আসামী হলো তা বোধগম্য নয় বলে দাবি করেন এই নেতৃবৃন্দ। পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরীসহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক আনিছুর সম্পাদক কানু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক ইমাম হোসেন লিটন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খোরশেদ আলম ভুট্টো, যু্গ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আজাদ কাশারী প্রমুখ।

সর্বাধিক পঠিত