• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

টামটা উত্তর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন

সকলের সহযোগিতা নিয়ে বাকি সকল উন্নয়নমূলক কাজ করবো : মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২১, ০৯:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তির টামটা উত্তর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি রোববার দিনব্যাপী এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বি-তল ভবন উদ্বোধন, সাড়ে ১১টায় পশ্চিম ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাড়ে ১২টায় মুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বি-তল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হচ্ছে।


উল্লেখযোগ্য হচ্ছে : ডাকাতিয়া নদীর উপর নয়টি ব্রিজ নির্মাণ, শাহরাস্তি-হাজীগঞ্জে সাড়ে ৪শ' কিলোমিটার পাকা রাস্তাকরণ, বিভিন্ন খালের উপরে ছোট-বড় ৮শ' ব্রীজ, কালভার্ট নির্মাণ, শতভাগ বিদ্যুৎ নিশ্চিতকরণ, হতদরিদ্রদের ৫শ' ঘর বিতরণ, শাহরাস্তি পৌরসভা স্থাপন এবং ক শ্রেণিতে উন্নীত করণ। এতে পৌরবাসী বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে। ফায়ার সার্ভিস, ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জসহ এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। রাস্তা-ঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তাছাড়াও করফুলেন্নেছা মহিলা ডিগ্রি কলেজকে জাতীয়করণ ও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ৪তলা একাডেমিক ভবন করেছি। শাহরাস্তির ২টি প্রধান সড়কের প্রায় ১শ' ৪০ কোটি টাকা ব্যয়ে পুনঃ সংস্কার কাজসহ ব্যাপক উন্নয়মূলক কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আরও অনেক উন্নয়নমূলক কাজ চলমান আছে। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে বাকি সকল উন্নয়নমূলক কাজ করবো।

 


অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বেপারী, টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রব দর্জি, সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা ডাঃ পলাশ মজুমদার, পশ্চিম ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল আলম (তনু), প্রধান শিক্ষক মোঃ শিবলু সাজ্জাদ, মুড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোঃ আবুল কাশেম, প্রধান শিক্ষক মরিয়ম আক্তার, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বী, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, যুবলীগ নেতা টিটু, আবু সুফিয়ান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদ হোসেন, ছাত্রলীগ নেতা সাদ্দাম, আরিফ মোল্লা প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সকল শিক্ষক, অভিভাবক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত