• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় প্রবহমান খাল ভরাট করে বাড়ি-ঘর নির্মাণ জলাবদ্ধতায় ফসলী জমি

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২১, ০৯:৩০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের কোমরকাশা-নবাবপুর খালের উপর অবৈধভাবে দখলদারিত্ব কায়েম করে বিভিন্ন স্থানে বাড়ি-ঘর নির্মাণ করেছে এবং বাঁধ দিয়ে খালের পানি চলাচল বন্ধ করে দিয়েছে কতিপয় এলাকাবাসী ।

গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, কচুয়া-সাচার খালের রাজাপুর হতে কোমরাকাশা আান্দিরপাড় গাজীর বাড়ির নিকট দিয়ে নবাবপুর খালের সাথে প্রবহমান খালের পানি ব্যবহার করে কৃষকরা কৃষি কাজে ব্যবহার করে আসছে। বৃটিশ আমল থেকে নৌকা দিয়ে কৃষকরা ওই খাল দিয়ে পাটসহ বিভিন্ন ফসল হাট-বাজারে আনা নেয়া করতো।

কিছু অসাধু মানুষ আন্দিরপাড় প্রধানিয়া বাড়ির নিকট প্রবহমান খালে বাঁধ দিয়ে পাকা ঘাটলা করে মাছের চাষ করছে। তাদের মধ্যে আন্দিরপাড় গ্রামের মৃত শাছুজ্জামানের ছেলে ছফিউল্লাহ প্রবহমান খালে বাঁধ দিয়ে পাকা ঘাটলা করে মাছের চাষ করছে। বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা বেগম খাল ভরাট করে বাড়ি নির্মাণ এবং খলিলুর রহমান খাল ভরাট করে চাষাবাদ করছে। ফলে একটুখানি বৃষ্টি হলে ফসলী জমি পানিতে তলিয়ে যায়।

গত বছর প্রশাসনের দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে খালের প্রতিবন্ধকতা সরিয়ে পানি প্রবাহের উপযোগী করে দেন। কিছুদিন পর আবার একই স্থানে বাঁধ বা প্রতিবন্ধকতার পাশিপাশি খাল ভরাট করে ফেলে।

এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ বলেন, প্রবহমান খালে বাঁধ দিয়ে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফসলী জমি নষ্ট করা হলে আইনানুযায়ী খাল রক্ষায় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত