• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

ভাল কাজ পেতে হলে ভাল পরিবেশ তৈরি করে দিতে হবে

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২১, ০৯:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেছেন, জেলা প্রশাসন হচ্ছে কেন্দ্রীয় সরকারের মাঠ প্রশাসন। সমস্যার বিষয় সমাধানে কেন্দ্রীয় সরকারকে অবহিতকরণে জেলা প্রশাসন কাজ করে থাকে। আমি চাঁদপুরে যোগদান করেই প্রথমে লক্ষ্য স্থির করেছি উপজেলা পর্যায়ে গিয়ে সেখানাকার মানুষের সাথে কথা বলবো। সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুধীজনের সাথে এলাকার ভালোমন্দ বিষয়ে জানবো। যাতে আমার কাজ করতে সুবিধা হয়। আমি চাই, অতীতে যেভাবে সুন্দরভাবে চলেছে, আমার সময়ে আরো বেশি সুন্দরভাবে চলবে। সেজন্যেই প্রথম উপজেলা হিসেবে ফরিদগঞ্জকে বেছে নিয়েছি। যাতে আপনাদের পরামর্শ, সমস্যা, সম্ভাবনার কথা শুনে আমি ভালোভাবে কাজ করতে পারি। কেননা আমি চাই আগামীর চাঁদপুর আরোও ভালো হবে, ফরিদগঞ্জ সেবা পাবে। অর্থাৎ ভাল কাজ পেতে হলে ভাল পরিবেশ তৈরি করে দিতে হবে। তবে আপনারা আমাকে উপজেলার কোনো সমস্যার কথা না বললেও আমি কিছু জেনে অবশ্যই সমস্যাগুলোর সমাধান করবো। আমি জেনে খুশি হয়েছি, আপনারা ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা করছেন। তিনি আরো বলেন, দেশেকে এগিয়ে নিতে হলে সকলের অংশগ্রহণ জরুরি। যে যেই পেশায় রয়েছেন, সেখান থেকেই দেশের জন্য কাজ করুন। তবেই দেশ উন্নয়নের দোরগোড়ায় পেঁৗছে যাবে।

গতকাল সোমবার বিকেলে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও শিউলী হরির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, ইউএইচও ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যা তপদার, ইউপি চেয়ারম্যান এইচএম হারুনুর রশীদ, ফরিদগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ নেপাল দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরউজ্জামান এবং ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান ।

সভার সভাপতি ইউএনও শিউলী হরি তাঁর স্বাগত বক্তব্যে বলেন, সাভারের ঐতিহ্যবাহী খান মজলিশ পরিবারের সদস্য আমাদের নবাগত জেলা প্রশাসক। আমরা কৃতজ্ঞ তিনি জেলার বাইরে প্রথম উপজেলা হিসেবে ফরিদগঞ্জকে বেছে নিয়েছেন। সমৃদ্ধ জনপদ ফরিদগঞ্জ নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে আরো এগিয়ে যাবে। পরে সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার জেলা প্রশাসকের জীবন বৃত্তান্ত পাঠ করেন।

এর আগে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন, সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ, এমপির পক্ষে নেতৃবৃন্দ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত