হাজীগঞ্জে পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নী মহাসমাবেশে মুসলি্লর ঢল
সুফিবাদ চর্চার মধ্য দিয়ে নিজেকে মুত্তাকী হিসেবে তৈরি করা সম্ভব : আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী


'করোনার চেয়েও বেশি ভয় পেতে হবে আল্লাহকে। যিনি করোনা সৃষ্টি করেছেন'। ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী এ কথা বলেন।
তিনি পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নী মহাসমাবেশে সভাপতির বক্তব্যে আরও বলেন, বাংলাদেশে ১৭ কোটি মুসলমান। কিন্তু প্রকৃত ইসলামের তথা কোরআন-সুন্নাহ্র চর্চা না থাকায় দেশে ও সমাজে অশান্তি বিরাজ করছে। অদৃশ্য ভয়ে সত্য প্রচার থেকে বিরত থাকছে। নির্দ্বিধায় মিথ্যাকে লালন করছে। তিনি বলেন, সুফিবাদ ও ইলমে তাসাউফের চর্চার মধ্য দিয়ে নিজেকে মুত্তাকী ও ঈমানদার মুসলমান হিসেবে তৈরি করা সম্ভব। জঙ্গিবাদ, বোমাবাজি ও সন্ত্রাস করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ আওলাদে রাসূল (দঃ) আল্লামা আবু নসর সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল-মাদানী (রঃ) সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে হাজার হাজার অমুসলিমকে তিনি মুসলমান বানিয়েছেন। লাখো ঈমানহারা মুসলমানকে আকাইদের সঠিক শিক্ষা দিয়েছেন। তাই বাংলাদেশের মানুষ এখনও গোমরাহী থেকে বেঁচে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ছায়াতলে আসার সুযোগ পাচ্ছে।
তিনি আরও বলেন, আহলে সুন্নাতের কথা বলে কিছু ভ- শরীয়তের বিধি-বিধান মানছে না। তাদের থেকেও এই ফেৎনার যুগে আমাদের শিক্ষা নিতে হবে।
শনিবার হাজীগঞ্জ উপজেলাস্থ ইমামে রাব্বানী দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নী মহাসমাবেশ।
জানা গেছে, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, সানীয়ে ওয়ায়েস কুরুনী, ইমামে রাব্বানী, মূর্শিদে বরহক, আওলাদে রাসূল (দঃ), অলিয়ে কামেল, মুজাদ্দেদে জামান, কাইউমে জামান, ইমামে আহলে সুন্নাত পীরে কামেল আবু নসর আল্লামা সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী (রাহঃ) বাংলাদেশে সর্বপ্রথম পবিত্র ওরছে নববী (দঃ) প্রতিষ্ঠা করেন।
হযরত আবেদ শাহ্ মোজাদ্দেদী (রাহঃ)-এর ওফাতের পর এর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর আওলাদে রাসূল (দঃ) আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।
প্রতি বছর পৌষ মাসের শেষ শনিবার পবিত্র ওরছে নববী (দঃ) অনুষ্ঠিত হয়। সে মোতাবেক এবার অর্থাৎ ২০২১ সালের ৯ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে ৫৭তম পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নী মহাসমাবেশ।
পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নী মহাসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের গদ্দীনশীন পীর আলহাজ আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
পয়গাম জানিয়েছেন ইমামে রাব্বানী দরবার শরীফের বড় সাহেবজাদা মাওলানা সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, সেজো সাহেবজাদা মাওলানা সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী, মেজো সাহেবজাদা মাওলানা সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী (রাহঃ)-এর বড় সাহেবজাদা আল্লামা সৈয়দ মাখদুম শাহ্ মোজাদ্দেদী।
প্রতি বছরের ন্যায় এবারও লক্ষাধিক মানুষের সমাগম হয় পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নী মহাসমাবেশে।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নী মহাসমাবেশ উপলক্ষে শনিবার সকাল থেকে পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, মাগরিবের নামাজের পর হযরত আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী (রাহঃ)-এর মাজারে গিলাফ জড়ানো এবং রাতব্যাপী নসীহতমূলক আলোচনা ও জিকিরের আয়োজন করা হয়েছে।
ইমামে রাব্বানী দরবার শরীফের খলিফা ও আঞ্জুমানে হেলালীয়া দরবার শরীফের পীর আল্লামা মোশারফ হোসেন হেলালী, ঘনিয়া সাঈদীয়া দরবার শরীফের বড় সাহেবজাদা আল্লামা নাজমুল হক আখন্দ নক্সবন্দী, চান্দ্রা দরবার শরীফের পীর ড. এসএম হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দীসহ শতাধিক ওলামা-মাশায়েখ পবিত্র ওরছে নববী (দঃ) ও সুন্নী মহাসমাবেশে ত্বাকরীর পেশ করেন।
রোববার ফজরের নামাজের পূর্বে বিশ্ব শান্তি কামনায় আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বিশেষ মোনাজাত করেন।