• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সুন্দর চাঁদপুরকে ধরে রাখার প্রত্যয় : জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

প্রকাশ:  ১১ জানুয়ারি ২০২১, ১১:২৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ইংরেজি নতুন বছরের শুরুতে চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ জানুয়ারি রোববার সকাল দশটায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, আমি এ জেলাতে নতুন এসেছি। যোগদানের পর জেলার কর্মকর্তাদের সাথে আমার আজকেই প্রথম সভা। তাই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি বলেন, আমি এ জেলা সম্পর্কে যতটুকু ধারণা পেয়েছি তা হচ্ছে- এমনিতেই এ জেলায় অপরাধপ্রবণতা কম। আমরা সবাই মিলে যদি আরও একটু সজাগ এবং সতর্ক থাকি তাহলে সেটি আরো কমে আসবে। তিনি আইনশৃঙ্খলার দিক থেকে সুন্দর চাঁদপুরকে ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, আজকে জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে ফিরে এসেছেন। সাপ্তাহিক কর্মদিবস শুরুর এই দিনটিতে আমাদের মিটিং পড়েছে। সভায় ব্যাপক উপস্থিতিতে তিনি সকলকে ধন্যবাদ জানান।

সভার শুরুতে জেলার আইনশৃঙ্খলার সার্বিক তথ্যচিত্র, আলোচ্যসূচি ও বিগত সভার সিদ্ধান্তসমূহের অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন। বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ মোঃ সাখাওয়াত উল্লাহ, নৌ-পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পিপি অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ উল্যাহ চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী মোঃ মাঈনুদ্দিন, বাংলাদেশ কার্গো-ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম বেপারী প্রমুখ।

সভায় আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, এনএসসি কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগ, এলজিডির নির্বাহী প্রকৌশলী, সরকারি কলেজের প্রতিনিধি, কোস্টগার্ড কমান্ডার, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আইন-শৃঙ্খলা কমিটির এবারের আলোচ্যসূচি ছিলো বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন, মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল নিমূলকরণ সংক্রান্ত বিশেষ কম্বিং অপারেশন-২০২১ বাস্তবায়ন, হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধান, নিয়মিত আইন-শৃঙ্খলা পর্যালোচনা ও মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য ও চোরাচালান, মানব পাচার, বাজার মনিটরিং, নারী নির্যাতন ও ইভটিজিং, পরিবেশ সংরক্ষণ ও দূষণ প্রতিরোধে পলিথিন ও ইটভাটা নিয়ন্ত্রণ কার্যক্রম, গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা এবং বিবিধ।

উন্মুক্ত আলোচনায় শহরের যানজট, নদীপথে কার্গো-ট্রলার ও বাল্কহেডে হামলা, চাঁদাবাজি, যাত্রীবাহী নৌযানে ডাকাতি, নদীতে জাঁক দিয়ে বিষ প্রয়োগে মাছ নিধন, নদীর তীরবর্তী এলাকায় আশ্রয়ন প্রকল্পসহ কোনো স্থাপনা নির্মাণ না করা, বালু উত্তোলনের বিষয়টি খতিয়ে দেখা, কিশোর গ্যাং অপরাধ নিয়ন্ত্রণসহ আরো বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

সর্বাধিক পঠিত