অটোবাইক উল্টে চালকের মৃত্যু


চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইক উল্টে রাজু (১৫) নামে এক কিশোর অটোবাইক চালকের মৃত্যু হয়েছে। একই সময় অটোবাইকে থাকা সাইফুল (১৩) ও বাঁধন (১২) নামে আরো দুই কিশোর আহত হয়েছে।
৯ জানুয়ারি শনিবার দুপুরে পুরাণবাজার পূর্ব জাফরাবাদ আমজাদ আলী সড়কের খালেক চৌকিদারের দোকান সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজু পুরাণবাজার পূর্ব জাফরাবাদ পাটওয়ারী পুল এলাকার ফারুক শেখের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, সকালে রাজু তার বন্ধুদের নিয়ে নিজের অটোবাইকে ঘুরতে বের হয়। ঘোরা শেষ হলে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে ঘটনাস্থলে আসলে অটোবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। এতে করে রাজু অটোবাইকের নিচে চাপা পড়ে এবং তার সাথে থাকা দুই বন্ধু আহত হয়। স্থানীয় লোকজন তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবহিত করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অটোচালকের মরদেহ ময়না তদন্ত ও আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।