নবাগত জেলা প্রশাসককে চাঁদপুর চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২১, ১২:৫৭ | আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৪:৪৫
নিজস্ব প্রতিবেদক


চাঁদপুর জেলায় সদ্য যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন চাঁদপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। ৭ জানুয়ারি বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদানপূর্বক জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমা ঘোষ, পরিচালক সালাউদ্দিন মোঃ বাবর, সদস্য মুহাম্মদ আলমগীর হোসেন ও সচিব টুটুল মজুমদার প্রমুখ।