• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম উত্তোলন শুরু

মেয়র পদে ১ কাউন্সিলর পদে ৬ সংরক্ষিত কাউন্সিলর পদে ২

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২১, ১২:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তফসিল ঘোষণার পর থেকে নড়েচড়ে বসেছে প্রার্থীরা। গত ৩ জানুয়ারি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি এবং প্রত্যাহার ২৬ জানুয়ারি।

সে মোতাবেক ইতোমধ্যে ফরিদগঞ্জ নির্বাচন অফিস মনোনয়ন ফরম বিক্রয় শুরু করেছে। ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৬ জানুয়ারি প্রথমদিনে মোট ফরম বিক্রি হয়েছে ১৮টি। এর মধ্যে মেয়র পদে ১টি, কাউন্সিলর পদে ৬টি ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২টি। মেয়র পদে একমাত্র ফরম উত্তোলন করেছেন আজমুর বেগম। কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোঃ ইসমাইল হোসেন, ২নং ওয়ার্ডের রাশেদ ও সাইফুর রহমান, ৪নং ওয়ার্ডের আবু তাহের, ৮নং ওয়ার্ডের মিজান পাটোয়ারী, ৯নং ওয়ার্ডের মোঃ তোফায়েল আহমেদ, সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সাবিনা ইয়াছমিন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মাহমুদা বেগম।

সর্বাধিক পঠিত