শাহিরাস্তিতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম বার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে উপজেলা অডিটোরিয়াম হলরুমে কেক কাটা আনন্দ র্যালী, পায়রা ও বেলুন উড়ানো এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহিরাস্তিতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইউসুফ পাটোয়ারী লিংকন
উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম বার্ষিকী উপলক্ষে শাহরাস্তিতে উপজেলা অডিটোরিয়াম হলরুমে কেক কাটা আনন্দ র্যালী, পায়রা ও বেলুন উড়ানো এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন জীবন্ত কিংবদন্তি মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার, ৯০-৯১ অন্তবর্তীকালিন সরকারের উপদেষ্টা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, হাজিগঞ্জ শাহরাস্তি উন্নয়নের রুপকার চাঁদপুর ৫-আসন থেকে বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম মহোদয়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ।
শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগ নেতা এমরান হোসেন মনিরের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা ছাত্রলীগের সাবেক আহবয়ক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মেহের ডিগ্রী কলেজ ছাত্র সংসদের বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত সাবেক ভিপি জেড,এম আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান বেপারি, মেহের ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস তোফায়েল আহমেদ ইরান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সচিব বাহার উদ্দিন বাহার, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শাহ এনামুল হক কমল, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ। এছাড়া বিপুল সংখ্যাক নেতা কর্মী উপস্থিত ছিলনে।
বাংলাদেশ ছাত্রলীগ তার দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮ এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন ও ৬৬ এর ছয় দফার পক্ষে অসাধারণ ভূমিকা পালন করে। এ ছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে মুক্ত করা, ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ এবং ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন ছাত্রলীগের নেতা কর্মীরা।