• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঘোষণা : জানুয়ারিতে সম্মেলন করতে প্রস্তুত

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০২১, ১৩:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন বছরের প্রথম মাসেই তথা জানুয়ারিতে সম্মেলন করতে প্রস্তুত আছেন বলে নেতৃবৃন্দ জানান। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং জেলার নেতৃবৃন্দ তারিখ দিলেই চলতি জানুয়ারি মাসের যে কোনো দিন সম্মেলন করার সকল ধরনের প্রস্তুতি রয়েছে। এমন ঘোষণা দিয়েছেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাই চলতি জানুয়ারি মাসে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হবে এমনটাই আশা করা যাচ্ছে।

গতকাল শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপ্রধানে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, ডাঃ জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, অ্যাড. বদিউজ্জামান কিরণসহ আরো বেশ ক'জন নেতা। জেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মোঃ ইউসুফ গাজী, ডাঃ জেআর ওয়াদুদ টিপু, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, জিল্লুর রহমান জুয়েল, অজয় ভৌমিক, অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খানসহ আরো কয়েকজন। সদর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল, রুহুল আমিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জাকির হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুনু, বেলায়েত হোসেন বাবুল মিজি, মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক চুন্নু মাস্টারসহ আরো বেশ ক'জন নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান জানান, আমাদের সকল ইউনিয়ন কমিটি হয়ে গেছে আরো এক বছর আগে। এর পরপরই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করার প্রস্তুতি আমরা নিচ্ছিলাম। কিন্তু করোনা পরিস্থিতি আমাদের থামিয়ে দেয়। এখন কেন্দ্রের নির্দেশনায় আমরা আবার সম্মেলন করার প্রস্তুতি নিয়েছি এবং চলতি জানুয়ারিতেই সম্মেলন করতে প্রস্তুত। এখন কেন্দ্রীয়, বিভাগীয় এবং জেলা নেতৃবৃন্দ তারিখ দিলেই আমরা সম্মেলন করে ফেলবো।

সর্বাধিক পঠিত