• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জের বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহন সিরাজের ইন্তেকাল

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২০, ০৯:৫১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

যুদ্ধকালীন হাজীগঞ্জ বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (মোহন সিরাজ) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। ৭০ বয়সী এই বীর মুক্তিযোদ্ধা মৃত্যুকালে তিনি স্ত্রী ৫ মেয়ে ২ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৫ ডিসেম্বর হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে সংঘর্ষের সময় তিনি আহত হন। আজ বুধবার বাদ জোহর হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররাস্থ হাজী বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জানা গেছে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গত ১৫ ডিসেম্বর হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এই আয়োজনকে কেন্দ্র করে বিবাদমান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের বেশ ক'জন আহত হন। এ সময় গুরুতর আহত হন বীর মুক্তিযোদ্ধা সাবেক বিএলএফ কমান্ডার সিরাজুল ইসলাম মোহন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্যে সেদিন রাতেই ঢাকায় নেয়া হয়। সেখানে গত ১৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার দুপুরে মারা তিনি।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমএ তাহের শোক প্রকাশ করে বলেন, আমাদের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা মোহন ভাই সবার সাথে আন্তরিকতার সহিত মিশতেন। আমরা উনার রুহের মাগফিরাত কামনা করছি।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ দিকে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী জানান, মোহন ভাই একজন বীর মুক্তিযোদ্ধা ছাড়াও পরিশ্রমী সমবায়ী সংগঠক ছিলেন। আরো শোক জানিয়েছেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন প্রমুখ।

এদিকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মোহন সিরাজের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধাগণসহ সর্বস্তরের লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়া তাঁর মৃত্যু নিয়ে স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী তাদের ফেসবুকে মোহন সিরাজের মৃত্যুর বিচার দাবি করে মন্তব্য করে স্ট্যাটাস দিতে দেখা গেছে।

সর্বাধিক পঠিত