মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণের করুণ মৃত্যু


একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ঠিক তেমনি বেপরোয়া গতিতে চালানো মোটরসাইকেল কেড়ে নিলো আরো একটি সম্ভাবনাময় জীবন। গতকাল চাঁদপুর শহরের গাছতলা এলাকার বাগাদী নানুপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় রোমান (১৭)-এর। তার বাবার নাম আব্দুল গফুর শেখ। মায়ের নাম রুমা বেগম। মৃত রোমান দুইভাই একবোনের মধ্যে সবার বড়।
জানা যায়, চাঁদপুর শহরের তালতলা বকাউল বাড়ি রোড এলাকার রোমান কিছুদিন পূর্বে প্রবাস (দুবাই) ফেরত বাবা আব্দুল গফুর শেখের সাথে কথা বলা বন্ধ করে দেয় বাইক না কিনে দেয়ায়। পরে বাধ্য হয়ে তার বাবা ৮-১০ দিন পূর্বে বেশ দামী একটি মোটরসাইকেল কিনে দেয় ছেলে রোমানকে। গত দু'দিন পূর্বে রোমানের বাবা পুনরায় প্রবাস ফেরত চলে যায়। রোমান গতকাল বিকেলে নিজের শখের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। এ সময় সে শহরের গাছতলা এলাকার প্রশস্ত রাস্তা পেয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। গাছের সাথে ধাক্কা লেগে কয়েক ফুট নিচু জমিনে পড়ে যায়। এ সময় সে মাথায় মারাত্মক আঘাত পায় এবং দুর্ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছেলের মৃত্যুর খবর পেয়ে তার বাবা প্রবাস থেকে চাঁদপুর আগামীকাল চলে আসবেন। পরে নামাজের জানাজা শেষে রোমানের দাদার বাড়ি চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকায় তাকে দাফন করার কথা রয়েছে।