শাহরাস্তি পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শাহরাস্তি পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
ইউসুফ পাটোয়ারী লিংকন
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় শাহরাস্তি পৌর এলাকার ৩নং ওয়ার্ড কালিয়াপাড়া জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামো উন্নয়ন কাজের প্রাক্কলিত মূল্য=১ কোটি ৫০ লক্ষ্য টাকার ভিত্তি প্রস্তর স্থাপন এর উদ্বোধন করেন শাহরস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে শাহরাস্তি পৌর এলাকার ৩নং ওয়ার্ড কালিয়াপাড়া বাজারে আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজিত সমাবেশে কাউন্সিলর মকবুল আহম্মদের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলনে পৌরসভার সচিব মোঃ তোফায়েল আহমেদ শেখ।
আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল গফুর, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মান্নান বেপারী, সদস্য ডাঃ মফিজুর রহমান, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের পৌর আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামীলীগের সভাপতি সাধারণ সম্পাদক যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।
মেয়র হাজী লফিত বলেন জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে মাথায় নিয়েই জননেত্রী শেখ হাসিনা এই পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি বলেন, স্থানীয় সংসদ মেজর রফিকুল ইসলাম বীর উত্তমের সার্বিক সহযোগিতায় ছোট-বড় সকল নদী-নালা, বিল-জলাশয় ও খাল পুনঃ খননের কাজ এগিয়ে চলছে। আগামীতে যদি আমি আবারও মেয়র নির্বাচিত হতে পারি তাহলে শাহরাস্তি পৌসভার অসমাপ্ত কাজ সম্পুর্ন করতে পারবো বলে আমার আত্মবিশ্বাস।