শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতিগ্রস্ত
শাহরাস্তিতে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতিগ্রস্ত
ইউসুফ পাটোয়ারী লিংকন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের রায়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়েগেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী।
২৮ ডিসেম্বর সোমবার ভোর ৪ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ও কচুয়া ফায়ার সার্ভিস ডিফেন্স ফোর্স এসে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে সবগুলো দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, প্রথমে বাজারের পশ্চিম পাশের মধ্যখানের দোকানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মূহুর্তের মধ্যেই আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় দোকানপাট। আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ আহমেদ।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। সকলের উপার্জনের একমাত্র সম্বল দোকানগুলো পুড়ে আজ নিঃস্ব প্রায়। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তারা আজ নির্বাক।
যে ১২টি দোকান পুড়েছে ক্ষতিগ্রস্ত দোকানদার গণ হলেন মাহমুদুর রহমানের ২টি দোকানে প্রায় দশ লক্ষ টাকার, জসিম উদ্দিনের ১টি দোকান প্রায় পাঁচ লক্ষ টাকার, বেলায়েত হেসেনের ১টি দোকান প্রায় আড়াই লক্ষ টাকার, আবুল কাশেমের ১টি দোকানে প্রায় তিন লক্ষ টাকার, ডা. লক্ষণ বাবুর ১টি দোকান দশ লক্ষ টাকার, গোলাম মোস্তফা মেম্বারের ২টি দোকান প্রায় পচিশ লক্ষা টাকার, বোরহানউদ্দিনের ১টি দোকানে প্রায় সাত লক্ষা টাকার, গনেশের ১টি দোকান প্রায় এক লক্ষা টাকার, বিল্লাল হোসেনের ১টি দোকান প্রায় পনের লক্ষা টাকার একং মো. আ. রাজ্জাকের ১টি দোকান প্রায় এক লক্ষা টাকার মালামালের ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ সেলিম পাটোয়ারী লিটন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা চৌধুরী, সহ ইউপি সদস্য বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন।