• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে মেয়র লিপনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশ:  ২৮ ডিসেম্বর ২০২০, ১১:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আসছে ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন। গতকাল রোববার তার পক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীগণ। এর আগে গত শনিবার সন্ধ্যায় মেয়র লিপনের জন্য নৌকা প্রতীক নিশ্চিত করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এ বোর্ডের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


গতকাল রোববার হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমানের কাছ থেকে মেয়রের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌর আওয়ামী লীগের সদস্য ইকবালুজ্জামান ফারুক। মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, কোষাধ্যক্ষ আলহাজ আশফাকুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু নাছের আদনান, সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা ও প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মোঃ শাহআলম, যুবলীগ নেতা ইকবাল হোসেন মজুমদার, জাহাঙ্গীর হোসেন, আনোয়ার খান, কাজী সবুজ, মমিন হোসেন পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বাধিক পঠিত