হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন-২০২০
হাজীগঞ্জে ফের নৌকার মাঝি মেয়র লিপন


হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ফের নৌকার মাঝি হলেন অর্থাৎ দলীয় প্রতীক নৌকা পেলেন বর্তমান মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন। গতকাল শনিবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে আ.স.ম. মাহবুব উল আলম লিপন চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছেন। এর আগে ২০১৫ সালে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছিলেন হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের এই সফল সভাপতি।
তৃতীয় ধাপে দেশের ৬৪ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়। মূলত সেখান থেকেই ঘোষণাটি আসে। এই ঘোষণার মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীক তথা আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হচ্ছেন আ.স.ম. মাহবুব উল আলম লিপন। শনিবারের ঘোষণার মধ্য দিয়ে নৌকা প্রতীক প্রত্যাশী অন্যসকল প্রার্থীসহ আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বস্তরের ভোটারদের কাছে পরিষ্কার হয়ে গেলো হাজীগঞ্জ পৌর নির্বাচনে ফের নৌকা প্রতীক পেলেন বর্তমান মেয়র লিপন। এ ঘোষণার মধ্য দিয়ে লিপন সমর্থকদের মধ্য আনন্দের বন্যা বইতে শুরু করেছে। প্রতীক আনার যুদ্ধ শেষে আসছে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট যুদ্ধ। যে যুদ্ধে পৌরবাসী জানতে পারবে কে হবেন পরবর্তী ৫ বছরের জন্যে হাজীগঞ্জ পৌরসভার মেয়র।